Thursday, March 23, 2017

বন্ধু | Bangla Song by Topu ft. Rafa

👦 বন্ধু 👧 

 
পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক
সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক
 তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
 বন্ধু . . বোঝে আমাকে
 বন্ধু . . আছে, আর কি লাগে?

সু-সম্পর্ক, দুসম্পর্ক, আত্তীয় - অনাত্তীয়,
 শত্রু- মিত্র, রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়
 সৎ-অসৎ দুরের কাছের বৈধ-অবৈধ
 হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে, থাকে বন্ধুত্ব 
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি 
বন্ধু . . বোঝে আমাকে 
বন্ধু . . আছে, আর কি লাগে? 

কিছু কথা যা যায়না বলা কাউকে, 
কিছু কাজ যা যায়না করা সহজে 
কিছু আচরণ মানে না কেউ সামনে, 
কিছু জায়গা যায়না যাওয়া, 
যাইলেই সবি হয় যদি তোরা থাকিস সেখানে 
বন্ধু . . বোঝে আমাকে 
বন্ধু . . আছে, আর কি লাগে?
 বন্ধু . . বোঝে আমাকে 
বন্ধু . . আছে, আর কি লাগে?

DOWNLOAD SONG : 👉BONDHU👈